বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের ফলে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোট ছোট তিন চাকার যান চলাচল করছে। দু’একটি পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে।
টাঙ্গাইল নতুন বাস-টার্মিনাল থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিকল্প হিসেবে সিএনজি, অটোরিকশা ও অটোভ্যানে গাদাগাদি করে কর্মস্থলে যাচ্ছে মানুষ। তবে এ পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
এদিকে, শহরের বিপণী বিতানসহ সকল দোকান পাট খোলা রয়েছে। শহরে সকল প্রকার যানবাহন চলাচল করছে। কোথাও হরতালের চিহ্ন দেখা যায়নি। জেলার কোথাও বিএনপির নেতৃত্বে হরতালের পিকেটিং করতে দেখা যায়নি। তবে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে হরতাল প্রতিরোধে স্থানীয় শহীদ মিনারে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতি নিতে দেখা গেছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচল না করলেও পণ্যবাহী ট্রাক চলাচল করছে। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ পর্যন্ত কোথাও কোনো সমস্যার সৃষ্টি হয়নি।
বিডি প্রতিদিন/এমআই