ফরিদপুরের ভাঙ্গায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এ সময় একটি বোমা বিস্ফোরিত হয় এবং অন্য দুইটি অবিস্ফোরিত হিসেবে উদ্ধার করা হয়। তবে নিক্ষেপ করা বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় পুলিশ কিংবা গাড়ির কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাটি ঘটেছে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার পৌর ভবনের বিপরীত দিকের বটতলা মোড় নামক স্থানে।
ভাঙ্গা থানার অফিসার ইন চার্জ (তদন্ত) প্রদ্যুৎ কুমার সরকার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার সূর্য ওঠার পূর্বে রাত সাড়ে চারটার দিকে ভাংগা থানার টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা একটি বোমা নিক্ষেপ করে। এটি আংশিক বিস্ফোরিত হয়। এ সময় তাদের নিক্ষেপ করা অপর দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ব্যাপারে ভাঙ্গা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল