চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (৪০) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে আলীগঞ্জ মজুমদার বাড়ীর সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত রুহুল আমিন শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের রকিব উদ্দিন শেখ বাড়ীর সিরাজুল হকের ছেলে। দুর্ঘটনায় হাজীগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী ফেরদৌস আক্তার ও কানিজ ফাতেমা আনিকা আহত হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: গোলাম মাওলা নাঈম জানান, সিএনজি চালক রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে ফেরদৌস আক্তারকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কানিজ ফাতেমা আনিকাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ