১ নভেম্বর, ২০২৩ ০৭:০৪

শেরপুরে আওয়ামী লীগের অবরোধ বিরোধী প্রচারণা

শেরপুর প্রতিনিধি

শেরপুরে আওয়ামী লীগের অবরোধ বিরোধী প্রচারণা

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

বিএনপি'র অবরোধ প্রত্যাখান করে বিশাল বিক্ষোভ র‌্যালি ও পথসভা করেছে শেরপুর জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল বের করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু। 

এসময় শহরের নিউমাকেট মোড় ও খোয়ারপাড় মোড়ে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরল ইসলাম হিরো, শামসুন্নাহার কামাল, অ্যাড. মোসাদ্দেক ফেরদৌসি, যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমূখ বক্তব্য রাখেন। অবরোধ চলাকালে কেউ যেন নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য জেলা পুলিশের তরফ থেকে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর