১ নভেম্বর, ২০২৩ ১৬:১৪

অবরোধে জয়পুরহাটে বাস চলাচল বন্ধ

জয়পুরহাট প্রতিনিধি

অবরোধে জয়পুরহাটে বাস চলাচল বন্ধ

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে জয়পুরহাটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে টার্মিনাল থেকে কোন দূরপাল্লা ও আন্তঃজেলার বাস ছাড়েনি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এতে বাধ্য হয়ে ভেঙে ভেঙে ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। 

তবে শহরে ছোট ছোট সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে শহরের বিভিন্ন দোকানপাট, চলাচল করছে ট্রেনও। সকাল থেকে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে সড়কে পিকেটিং করতে দেখা যায়নি। এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়িয়েছে পুলিশ।

সোহাগ হোসেন নামে একজন বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমাকে অফিসের কাজে জরুরি বগুড়া যেতে হবে। কোনো বাসই চলছে না, তাই এখন সিএনজিতে করে যেতে হবে।

সাইফুল ইসলাম নামে একজন বলেন, আমাকে দিনাজপুরের হিলিতে যেতে হবে। এখন বাস বন্ধ থাকায় অটোতে করে ভেঙে ভেঙে যেতে হবে।

এ বিষয়ে জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইলাম রফিককে ফোন করলে তিনি রিসিভ করেননি। তবে বাস মালিক সূত্র জানিয়েছে, অবরোধের মধ্যে সড়কে অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কায় বাস চলাচল করছে না।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর