১ নভেম্বর, ২০২৩ ১৯:৩৬

ইটের আঘাতে যুবকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি:

ইটের আঘাতে যুবকের মৃত্যু

বাগেরহাটের কচুয়া উপজেলায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে ইমরান শেখ (২২ ) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবারে রাতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। মঙ্গলবার বিকেল উপজেলার কলমিবুনিয়া গ্রামে নিজ বাড়িতে পারিবারিক বিরোধে চাচতো ভাই রাব্বি শেখ ইট দিয়ে ইমরানের মাথায় আঘাত করে। 

গুরুতর আহত ইমরানকে ঐদিন বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামের জলিল শেখের ছেলে। অভিযুক্ত রাব্বি শেখ মহসিন শেখের ছেলে। 

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার বলেন, চাচাত ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অভিযুক্ত রাব্বি শেখকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।  

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর