রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুনসহ ২৪ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে পাংশা মডেল থানা ও বালিয়াকান্দি থানায় পৃথক মামলা দুইটি দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পাংশা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাইমুর রহমান সোহাগ বাদী হয়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানসহ ৯ জনের নামে মামলাটি দায়ের করেন। মামলায় বাদী পাংশা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহদুল ইসলাম মারুফ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জালাল উদ্দীন বিশ্বাসসহ দেড় শতাধিক নেতাকর্মীর ওপর ককটেল বোমা প্রাণনাশের কথা উল্লেখ রয়েছে। মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজন আসামি রয়েছে।অন্যদিকে, বালিয়কান্দি থানার ইসলামপুর ইউনিয়নের হুলাইল ব্রিজ এলাকায় সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির অভিযোগে উপজেলার ইকরাম মোল্লা বাদী হয়ে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর হারুনসহ ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাংশার সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা। পাংশা ও বালিয়াকান্দি থানায় দুইজন ব্যক্তি থানায় অভিযোগ দিয়েছেন। সেই প্রেক্ষিতে থানায় মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম বলেন, আমি মামলার বিষয়ে কিছু জানি না। মামলার অভিযোগ শুনে কোনো মন্তব্য করতে চান কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল কোর্টে আসলে সরাসরি কথা বলব।
বিডি-প্রতিদিন/বাজিত