২ নভেম্বর, ২০২৩ ১৬:২৬

ভোলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, আটক ২

ভোলা প্রতিনিধি

ভোলায় চালককে হত্যা করে 
অটোরিকশা ছিনতাই, আটক ২

ভোলায় অটো রিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যা ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোগর এবং আমিনুল নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে সগরকে এবং তার দেওয়া তথ্য অনুসারে আজ ভোরে আমিনুলকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে আমিনুলক শাহরের চরনোয়াবাদ প্রেমরোড থেকে গ্রেফতার করা হয়।  আমিনুলের কাছ থেকে এই হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। 

নিহত শফিকুল ইসলাম সোমবার ৩০ অক্টোবর  সন্ধ্যারাতে যাত্রী নিয়ে ইলিশা সড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় গেলে দুর্বৃত্তরা চালক শফিকুল ইসলামকে ছুড়িকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাত আসামি করে ভেলা থানায় হত্যা মামলা দায়ের করেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর