গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশ পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামি আপন আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০১ নভেম্বর) দিবাগত রাতে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করেন।
গলাচিপা থানা সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ চলার সময় বিএনপির কর্মীরা কনস্টেবল আমিরুল পারভেজের উপর হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনার প্রধান আসামি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ভাগনার শান্তিনগর এলাকার দীন ইসলামের ছেলে আপন আহম্মেদ ঘটনার পর থেকে পলাতক ছিল। আপন গলাচিপা উপজেলার কলাগাছিয়া এক নারীর সাথে পরকীয়ায় লিপ্ত থাকার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়।এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন বলেন, ঢাকা ও গলাচিপা থানার পুলিশের একটি টিম যৌথ অভিযান চালিয়ে পুলিশ হত্যাকাণ্ডের প্রধান আসামি আপন আহম্মেদকে উপজেলার কলাগাছিয়া থেকে গ্রেফতার করে। আপনকে ঢাকা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ