৩ নভেম্বর, ২০২৩ ১৬:৩২

মুন্সীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাসমান নৌকা থেকে অজ্ঞানামা ৪০ বছরের এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টায় সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গুদারাঘাট এলাকার  ডহুরী-গোরগঞ্জ খালে ভেরানো ভাসমান একটি ট্রলারে অজ্ঞানামা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যাক্তির হাটুর কাছে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মোজাহিদুল ইসলাম জানান, ভাসমান নৌকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রথমিক ভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে।

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর