ময়মনসিংহের ফুলপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান সভাপতিত্ব করেন।
উপজেলা সমবায় অফিসার আব্দুল গফুরের সঞ্চালনায় এতে 'সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, পৌর মেয়র মিঃ শশধর সেন, ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ প্রমুখ। সবশেষে উপজেলার শ্রেষ্ঠ ১০ সমবায় সমিতির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন মাতৃকানন মহিলা কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, অগ্রণী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, ফুলপুর শিক্ষক কমর্চারী কো -অপারেটিভ সোসাইটি লিঃ, সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, কাজিয়াকান্দা ভূমিহীন সমবায় সমিতি, শাপলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, সবুজ বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, খড়িয়া নদী পানি ব্যবস্থা সমবাায় সমিতি, আঠার মানব সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ও ধলাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ। এছাড়া শ্যামপুর বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃসহ বেশ কয়েকটি সমিতিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।বিডি প্রতিদিন/এএ