কক্সবাজারের কুতুবদিয়ায় বসতভিটার সীমানা নিয়ে ঝগড়ায় মোজাহের মিয়া (৭৬) নামের এক বৃদ্ধকে মাটিতে আছড়ে মারার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে। ঘটনার অধিকতর তদন্তের জন্য পুলিশ নিহত বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রবিবার উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়ার মৃত সোলতান আহমেদের পুত্র মোজাহের মিয়া ও মোস্তাক মিয়ার ছেলেদের মাঝে বসতভিটার সীমানা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে সেই ঝগড়া হাতাহাতিতে রূপ নিলে তা থামাতে এগিয়ে যান মোজাহের মিয়া। এ সময় তাকে ভাতিজা কলিম উল্লাহ ও শওকত হোসেন মিলে মাথার উপরে তুলে পরে মাটিতে আছড়ে মারে। মুমূর্ষু অবস্থায় তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে, তার অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, সোমবার সকালে নিহত মেজাহের মিয়ার লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম