৮ নভেম্বর, ২০২৩ ১৩:১২

ফুলপুরে কওমি মাদরাসার প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময়

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে কওমি মাদরাসার প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময়

ফুলপুরে কওমি মাদরাসার প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময়

ময়মনসিংহের ফুলপুরে কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিমদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে এতে শতাধিক কওমি  মাদরাসার প্রতিষ্ঠাতা প্রধান বা মুহতামিম অংশ নেন। সভায় আদর্শ সমাজ গঠনে আলেমদের ভূমিকা, শিক্ষিত ও সভ্য জাতি গঠন, জঙ্গিবাদ দমন, মাদকমুক্ত সমাজ গড়া, কওমি মাদরাসাসমূহের সমস্যা ও সমাধানের উপায়, উচ্ছৃঙ্খলা থেকে দূরে থাকা, সত্য ও ন্যায়ের পথে থাকা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এসময় সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম,  জামিয়া গিয়াছ উদ্দিনের মুহতামিম মুফতি আজীমুদ্দীন শাহ জামালী, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মেরাজুল হক, গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা দেলোয়ার হোসেন, জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার প্রতিনিধি সিনিয়র শিক্ষক মাওলানা মোখলেছুর রহমান মন্ডল, উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল্লাহ, মাওলানা মাহমুদুর রহমান মানিক, বওলা কুবরা মাদরাসার মুহতামিম মাওলানা মোবাশ্বির হোসাইন, মাওলানা ইখলাস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, ওসি (তদন্ত) বন্দে আলী, উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর