বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে জাহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আটমুল ইউনিয়নের ভায়েরপুকুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কৃষক শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গাংগইট গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, গত এক সপ্তাহ ধরে জাহিদুল ইসলাম নিখোঁজ ছিলেন। বুধবার সকালে মাঠে ধান কাটতে যাওয়া লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আশপাশের নারী-পুরুষ মরদেহ দেখলেও কেউ চিনতে পারেনি। পরে পুলিশ ফিঙার প্রিন্ট সংগ্রহ করে পরিচয় উদঘাটন করে।তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ৩ থেকে ৪ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই