প্রকৌশলীরাই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান সৈনিক উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য। জনগণ, প্রশাসন ও প্রকৌশলী সমন্বয়ে এই বাংলাদেশ একদিন বিশ্বের যে কোনো উন্নয়নকৃত দেশের চেয়েও কম থাকবে না। আর এই প্রত্যয় ও অঙ্গিকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৮ সাল থেকে অগ্রযাত্রা শুরু করেছেন।
বুধবার গণপ্রকৌশল দিবস-২০২৩ ও আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমি, আইডিইবি জেলা শাখার সভাপতি মো. মতিউর রহমান, সহ-সভাপতি মো. মিনারুল ইসলাম খান, আইডিইবির জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কয়লা খনির উপ-ব্যবস্থাপক মো. সাজিউল ইসলাম সাজু, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আরমান হোসেন প্রমুখ।“উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিতে অংশ নেয় উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ- বাকাছাপসহ (পলিটেকনিক ইনস্টিটিউট শাখা) দিনাজপুরের বিভিন্ন বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল