৮ নভেম্বর, ২০২৩ ১৭:১৫

‘স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য’

দিনাজপুর প্রতিনিধি

‘স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য’

প্রকৌশলীরাই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান সৈনিক উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য। জনগণ, প্রশাসন ও প্রকৌশলী সমন্বয়ে এই বাংলাদেশ একদিন বিশ্বের যে কোনো উন্নয়নকৃত দেশের চেয়েও কম থাকবে না। আর এই প্রত্যয় ও অঙ্গিকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৮ সাল থেকে অগ্রযাত্রা শুরু করেছেন। 

বুধবার গণপ্রকৌশল দিবস-২০২৩ ও আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমি, আইডিইবি জেলা শাখার সভাপতি মো. মতিউর রহমান, সহ-সভাপতি মো. মিনারুল ইসলাম খান, আইডিইবির জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কয়লা খনির উপ-ব্যবস্থাপক মো. সাজিউল ইসলাম সাজু, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আরমান হোসেন প্রমুখ।

“উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালিতে অংশ নেয় উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ- বাকাছাপসহ (পলিটেকনিক ইনস্টিটিউট শাখা) দিনাজপুরের বিভিন্ন বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর