পিরোজপুর জেলা হাসপাতালের কেবিনের ছাদের পলেস্তরা খসে পড়ে আহত রোগী আকবর আলী মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আকবর আলীর ভাইয়ের ছেলে মনজুরুল ইসলাম জানান, সোমবার বিকালে জেলা হাসপাতালের ‘মুক্তিযোদ্ধা কেবিনে’র ছাদের পলেস্তারা খসে তার চাচার শরীরের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। রাত ১টার দিকে তাকে প্রথমে খুলনার গরীব নেওয়াজ হাসপাতাল ও পরে ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত ১২টার পর খুলনা আবুনাসের হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই রাত ১টার সময় আকবর আলী মারা যান।
আকবর আলীর ছেলে মো. আরিফ বিল্লাহ জানান, আমার আব্বা গত রবিবার হাসপাতালে ভর্তি হন। সোমবার বিকাল ৩টার দিকে হাসপাতালের ছাদের পলেস্তরা খসেপড়ে তার পা থেতলে যায়। এ ঘটনার পর তিন ঘণ্টা পার হলেও কোনো চিকিৎসক, নার্স বা কর্তৃপক্ষ খোঁজ-খবর নেয়নি এমনকি একটা এক্সরে পর্যন্ত হাসপাতালে করা যায়নি। বাইরে থেকে এক্সরে করা হয়। পরে রাতে তাকে অ্যাম্বুলেন্সে করে খুলনা নেওয়া হয়।এ ব্যাপারে সিভিল সাজর্ন ডা. হাসানাত ইউসুফ জাকী বলেন, আকবর আলী হার্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এমন দুর্ঘটনা হবে আমরা বুঝতে পারিনি। ছাদের পলেস্তরা খসে পড়ার মতো লক্ষণও ছিলনা। আকষ্মিক এ দুর্ঘটনায় আমরা দুঃখিত।
বিডিপ্রতিদিন/কবিরুল