মুন্সিগঞ্জ শহরের প্রধান কাঁচা বাজারের পাশের দুধ পট্টিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুস্কৃতিকারীরা।
বুধবার রাত ১০ টার দিকে পরপর চারটি ককটেল বিস্ফোরণে পুরো এলাকা প্রকম্পিত হয় উঠে। এতে আতঙ্ক হয়ে পওড় বাজারের ও সড়কে চলাচল করা লোকজন।
ঘটনার কিছুক্ষণ পরই টহলরত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। এছাড়া ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে দুধ পট্টি এলাকার প্রধার সড়কে ২-৩ জন লোক এসে হঠাৎ করে ককটেল ছুঁড়ে মারে। তবে আমরা তাদের চেনার আগেই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাদের মধ্যে একজন বোরকা পরিহিত ছিলেন।
প্রসঙ্গত, গত রবিবার রাতে প্রায় একই সময়ে বর্তমান ঘটনাস্থল থেকে পাঁচশ মিটার অদূরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তবে সে ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটকও করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ