আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, গাজায় ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টা নারী, শিশুসহ জনসাধারণকে হত্যার নির্দেশ দিয়েছে বিশ্ব মোড়লরা। বাইডেন আমাদের মানবাধিকার শেখাচ্ছে অথচ ইসরায়েলকে নারী, শিশু হত্যার করার নির্দেশ দিয়েছেন।
শনিবার ফেনীর ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলাউদ্দিন নাসিম বলেন, প্রধানমন্ত্রী গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা চালু করেছেন। এতে গ্রামের একজন মানুষকে বৃদ্ধ বয়সে পান খাওয়ার জন্য কারও কাছে হাত পাততে না হয়। এটি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অবদান। গ্রামের মানুষের সাথে অনেক গভীর সম্পর্ক রয়েছে শেখ হাসিনার।
তিনি বলেন, যখন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের দায়িত্বে ছিলাম তখন স্কুল-কলেজ, ব্রিজ কালভার্টসহ অনেক উন্নয়ন করেছি। এখনও আপনাদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি প্রধানমন্ত্রীকে ৯ জুলাই দুটি প্রজেক্টের কথা বলেছিলাম। একটি হলো মুহুরি, কহুয়া ও সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ও অপরটি ফেনী-বিলোনিয়া সড়ক ফোর লেনে উন্নীতকরণ। প্রধানমন্ত্রী ফেনী-বিলোনিয়া সড়ক ফোর লেনে উন্নীতকরণের কাজ একনেকে বৃহস্পতিবার পাশ করেছেন। এটা আমাদের উপহার দিয়েছেন। ফুলগাজী, পরশুরামবাসীকে উপহার দিয়েছেন।
তিনি বলেন, আমি সংসদ সদস্য হওয়ার জন্য যখন অনুমতি পেয়েছি, তখন ভাবলাম আমি আগে সাধারণ মানুষের কাছ থেকে অনুমতি নিবো। আপনারা অনুমতি দিলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চাইবো। এ সময় তিনি নির্বাচনে তার পক্ষে কাজ করার জন্য সকলের হাত উঠিয়ে প্রতিশ্রুতি নেন।
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল আলিমের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন মজুমদারের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল