বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলগেটে এক পথচারী নারীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা তুলে নেওয়ার সময় সুমি বেগম (৩৫) নামের এক নারী পকেটমারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
রবিবার সকালে তার বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় একটি চুরি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার সুমি বেগম সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনির বাদশা মিয়ার স্ত্রী।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার রেলগেট এলাকায় আঙ্গুর বিবি নামের এক পথচারী মহিলার ভ্যানেটি ব্যাগের চেন খুলে টাকা চুরির সময় স্থানীয় জনতা সুমি বেগম নামের ওই নারী পকেটমারকে আটক করে রেলওয়ে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সুমি বেগমকে গ্রেফতার করে।সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় গ্রেফতার সুমি বেগমের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল