সন্ত্রাস ও নাশকতার ঘটনায় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোমানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, প্রথমে রোমানকে পুলিশ হত্যা মামলার আসামি হিসাবে গ্রেফতার করা হয়। যাচাই-বাছাই করে দেখা যাচ্ছে রোমান রাজবাড়ীতে সন্ত্রাস ও নাশকতার সাথে জড়িত ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রাজবাড়ী সদর থানায় প্রেরণ করা হবে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, রোমানকে গ্রেফতার করা হয়েছে কিনা আমাদের কাছে কোন তথ্য নেই। তার নামে থানায় কোন ওয়ারেন্ট ছিল কিনা এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।
বিডি প্রতিদিন/এএ