২১ নভেম্বর, ২০২৩ ১৯:৪৩

হাবিপ্রবিতে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ' বিষয়ক কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি:

হাবিপ্রবিতে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ' বিষয়ক কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন ও সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দের জন্য “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে হাবিপ্রবিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আইকিউএসি কনফারেন্স রুমে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
রিসোর্স পার্সন ছিলেন সিআরআই এর সিনিয়র অ্যাসোসিয়েট, টিম লিডার (ইয়াং বাংলা-সিআরআই) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ রশীদুল হাসান। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক (ইনচার্জ) প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান। 

এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, স্মার্ট বাংলাদেশের কথা বলতে গেলে এর শুরুটা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। সুদীর্ঘ ২৪ বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের রূপরেখা তথা ভবিষ্যৎ কি হবে উনি সেটি দেখিয়ে দিয়ে গেছেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর