বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যার সঙ্গে জনগণ আছে সেটিই বড় দল। জনগণের নির্বাচনে অংশ না নিলে তাকে কীভাবে বড় দল হিসেবে আখ্যা দেওয়া যাবে। গত কয়েকটি নির্বাচনে সম্পৃক্ততা ও নির্বাচিত হওয়ার হার দেখে বিএনপিকে খুব বেশি বড় দল হিসেবে অভিহিত করা যায় না। সেদিক থেকে বিএনপি নির্বাচনে অংশ নিলো কি, না নিলো তাতে খুব বেশি প্রভাব বিস্তার করবে না।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে হানিফ এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান, শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, আমজাদ হোসেন রাজু, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ও কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ এ সময় অনেকেই উপস্থিত ছিলেন।
জাতিসংঘের বিবৃতির পরিপ্রেক্ষিতে হানিফ প্রশ্ন করেন, যারা পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছে তাদের গ্রেফতার করা কি দমন পীড়ন? যারা সন্ত্রাসী, তাদের আইনের আওতায় আনা যাবে না এমন কনসেপ্ট যদি জাতিসংঘের হয় তাহলে তাদের এ বিবৃতি এ দেশের মানুষ গ্রহণ করবে না।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        