কুয়াকাটা-বরিশাল-ঢাকা মহাসড়কের ঝালকাঠীর নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় দপদপিয়া ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল মৃধা জানান, ঢাকা থেকে একটি বাস কুয়াকাটার দিকে যাচ্ছিল। বাসটি দপদপিয়া জিরো পয়েন্ট অতিক্রমকালে বরিশালগামী একটি মাহিন্দ্রা আলফার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মাহিন্দ্রা আলফা ও বাসের সন্মুখভাগ বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই নিহত হয় মাহেন্দ্র চালক জসিম (২৬) এবং রাজিব (২৭) নামে দুইজন। স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরভী খানম (৪৩) নামে এক নারীকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন জরুরী বিভাগের এক কর্মচারী। শাহরিয়া ও সোহেল নামে আহত দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
ঘটনাস্থল পরিদর্শনকারী নলছিটি থানার ওসি মুরাদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এএম