‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গিকার’ প্রতিপাদ্যে শনিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।
দুপুরে নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ফিতা কেটে সপ্তাহের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী সভায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. রোখসানা বেগম ও খোকশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায় বক্তব্য দেন।
ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক আব্দুস সাত্তারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জগন্নাথ রায়।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, জেলাব্যাপী নিয়মিত সেবার পাশাপাশি বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে এই সপ্তাহে। সচেতনতা সৃষ্টি, সেবা প্রদান, পদ্ধতি গ্রহণসহ নানা কর্মসূচি রয়েছে সেবা সপ্তাহে।
বিডি প্রতিদিন/হিমেল