গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামিকাল সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান গোপালগঞ্জ সিভিল সার্জন।
আজ সোমবার সকাল ১১টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষ জয়ধ্বনিতে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: মোহাম্মদ জিল্লুর রহমান ।
এ বছর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৫ হাজার ৭০৭ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৬০ হাজার ৪২৫ জন শিশুকে অর্থাৎ মোট ১ লাখ ৮৬ হাজার ১৩২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খায়ানো হবে। এর মধ্যে সদর উপজেলায় ৪২ হাজার ৬৮৭ জন, কাশিয়ানীতে ৩৭ হাজার ৬০ জন , কোটালীপাড়ায় ৩০ হাজার ১৮৩ জন, মুকসুদপুরে ৪৬ হাজার ৯৩০ জন, টুঙ্গিপাড়ায় ১৫ হাজার ৯৭৯ জন ও গোপালগঞ্জ পৌরসভায় ১০ হাজার ২৯৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়নো হবে।
জেলায় ৭টি স্থায়ী কেন্দ্র ও ১ হাজার ৭০৯টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১ হাজার ৭১৬টি কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হবে।
এ আলোচনা সভায় মেডিকেল অফিসার ডা: সাকিবুল রহমানের সঞ্চলনায় মেডিকেল অফিসার দিবাকর বিশ্বাস, মেডিকেল অফিসার সাদ মোহাম্মদ জয়, জেলা ইপিআই সুপারেনটেডেন্ট দিপক রঞ্জন সরকারসহ জেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ