চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ১৮ হাজার ৭২ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। এদের মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু রয়েছে ২৬ হাজার ৬৩৮ জন এবং ১২ মাস থেকে ৫ বছর বয়সী শিশু রয়েছে ১ লাখ ৯১ হাজার ৪৩৪ জন।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মেডিকেল অফিসার ডা. আনজিম মাকসুদ।
এসময় তিনি বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনে অংশ নেবেন ১৪৯ জন স্বাস্থ্যকর্মী, ২৩৭ জন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক। ১২ ডিসেম্বর সকাল ৯টায় আড়াইশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে।
বিডি প্রতিদিন/আজাদ