নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাও সীমান্তগামী একটি ট্যুরিস্ট বাসের চাপায় বকুল চন্দ্র সরকার (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার সদরের পূর্ব বাজার খাদ্য গোদামের সামনে এই দুঘটনাটি ঘটেছে। নিহত বাবুল কলমাকান্দার স্থানীয় মেছুযা বাজরের সৌরভ হোটেলের কর্মচারী। তিনি কলমাকান্দার নওয়াগাও গ্রামের ভূপেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে জানান, আমরা পুলিশ পাঠিয়েছি বাসটি থানায় নিয়ে আসার জন্য। তবে যাত্রী নিয়ে যাওয়া বাসটি যাত্রী নামিয়ে পালিয়ে যাওয়ায় চালককে পাওয়া যায়নি। এদিকে লাশের সুরতহাল করা হযেছে। স্বজনদের দাবির প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        