বগুড়ার কাহালু উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক আনোয়ার হোসেন হৃদয় (মেম্বার) এবং বীরকাদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য কর্তৃক গ্রেফতারের অভিযোগ করা হয়েছে।
আজ রবিবার এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেন। এখনও পর্যন্ত তাদের সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আনোয়ার হোসেন হৃদয় (মেম্বার) এবং দেলোয়ার হোসেনকে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গত ১৪ ডিসেম্বর গ্রেফতার এবং তাদের খোঁজ না পাওয়ার ঘটনা আতঙ্কজনক।
অবিলম্বে আনোয়ার হোসেন হৃদয় (মেম্বার) এবং দেলোয়ার হোসেনকে জনসমক্ষে হাজির করার আহ্বান জানান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিডি প্রতিদিন/আরাফাত