অবৈধ পথে ভারতে পাচারের সময় মেহেরপুরে দুইজনকে আটক করেছে বিজিবি। বুধবার রাত ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- মুজিবনগর উপজেলার মাঝপাড়া গ্রামের মৃত আয়ুবের ছেলে মো. এনামুল হক (২৫) ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ছালামত উল্লার মেয়ে মোছা. উম্মে কুলসুম (৩৩)।
মুজিবনগর থানার ওসি উজ্জল কুমার দত্ত জানান, প্রতারণার মাধ্যমে এক বাংলাদেশী নারীকে ভারতে অবৈধভাবে পাচারের সময় ভুক্তভোগী নারীসহ মানব পাচারকারীকে বিজিবি সদস্যরা আটক করে। আটকপূর্বক মুজিবনগর থানায় মানব পাচার আইনে একটি মামলা হয়েছে ( নং ১০)।
বিডিপ্রতিদিন/কবিরুল