কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীরা গুলি করে আব্দুল্লাহ (২৩) নামের এক রোহিঙ্গাকে হত্যা করেছে। নিহত ব্যক্তি উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত মো. আমিনের ছেলে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৭৮ ব্লকের সামনে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন রোহিঙ্গা সন্ত্রাসী মিলে আব্দুল্লাহকে বাড়ি থেকে ধরে নিয়ে আসেন। এরপর ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ৭৮ ব্লকের সামনে বাজারে গুলি করে হত্যা করে তাকে।
পরে ঘটনাস্থল থেকে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিযাধীন বলে জানিয়েছেন ওসি শামীম হোসেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ