দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম. এ. ওয়াহেদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
একইসঙ্গে তার মনোনয়নপত্র প্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপিলে মনোনয়নপত্র বৈধ বলে প্রার্থিতা ফিরে পেয়েছি।’
আদালতে এম এ ওয়াহেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি, ব্যারিস্টার হারুনুর রশিদ।
এর আগে বুধবার দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহেদের রিট খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন এম এ ওয়াহেদ।
এর আগে গত ৩ ডিসেম্বর ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম. এ. ওয়াহেদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষর জটিলতার কারণ দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান। পরে নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে আপিল করে ১১ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পান তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ