নেত্রকোনা ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনায় মামলায় খোকন মিয়া (৪৫) নামে নৌকার সমর্থককে আটক করেছে পুলিশ। আটককৃত উপজেলার ডুপি চান্দালি গ্রামের সুলতান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকালে কেন্দুয়া থানার পুলিশ তাকে আটক করে। এই তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান।
জানা গেছে, কেন্দুয়ার সাবেক এমপি ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক) সমর্থকদের মিছিলে বর্তমান এমপি অসীম কুমার উকিল (নৌকা) সমর্থকদের হামলার ঘটনা ঘটে গত ১৮ ডিসেম্বর রাতে। এ ঘটনায় ১৯ ডিসেম্বর থানায় মামলার এজাহার নামীয় ৭ নং আসামিকে পুলিশ আটক করেছে।
পুলিশ আরও জানায়, প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিলে ওইদিন রাতে আটটার পরে উপজেলার মাসকা ইউনিয়ন মাসকা বাজারে মিছিল বের করেন ট্রাক প্রতীকের সমর্থকেরা। এ সময় মিছিলে অতর্কিতে হামলা চালালে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ ও চিরাং ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক হলি খানসহ ৩০ জন আহত হন।
ঘটনার পরদিন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বাদী হয়ে নৌকার সমর্থক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল