এক মাসেরও বেশি সময় কারাগারে থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক টিএস আইয়ুব। বৃহস্পতিবার বিকালে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
গত ১১ নভেম্বর যশোরের বাঘারপাড়া এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করেছিল বলে জানিয়েছেন বাঘারপাড়া বিএনপির নেতারা। যদিও ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, যশোর শহরের মণিহার এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল। এরপর যশোর কোতোয়ালি থানা পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় আটক দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।
টিএস আইয়ুবের ঘনিষ্ঠরা জানান, কারাগারে থাকাকালে বাঘারপাড়া ও অভয়নগর থানা পুলিশের দায়ের করা পৃথক আরও চারটি মামলায় তাকে আটক দেখানো হয়। এ চার মামলায় টিএস আইয়ুব যশোরের জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান। আর কোতোয়ালি থানা পুলিশের দায়ের করা মামলায় জামিন পান হাইকোর্ট থেকে।
টিএস আইয়ুবের আইনজীবী আব্দুল লতিফ লতা জানান, হাইকোর্টের জামিন আদেশের কপি বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তাকে মুক্তি দেয়া হয়।
জামিনে মুক্ত হয়ে টিএস আইয়ুব বলেন, ‘গ্রেফতার-নির্যাতন যতই করা হোক, আমরা মাঠ থেকে সরে যাবো না। এলাকার জনগণকে সাথে নিয়ে চলমান অসহযোগ আন্দোলনে সক্রিয় থাকবো’।
বিডি প্রতিদিন/আরাফাত