জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘যারা ট্রেনে অগ্নিসংযোগ, চোরাগোপ্তা হামলা করে কর্মসূচিরর নামে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। অমানবিক তাদের বিরুদ্ধে এই কর্মকাণ্ড প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
হুইপ নৌকার পক্ষে ভোট চেয়ে সকলের কাছে দোয়া কামনা করে বলেন, উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য মুসল্লিদের প্রতি আহবান জানান তিনি।
আজ শুক্রবার দিনাজপুর শহরের জেলখানা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকায় ভোট চেয়ে নির্বাচনি প্রচারণায় আওয়ামী লীগের মনোনীত (নৌকা) দিনাজপুর-৩ সদর আসনের প্রার্থী হুইপ ইকবালুর রহিম এসবকথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউর রহমান নওশাদ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, ব্যবসায়ী সৈয়দ সায়েম আহমেদ মিঠু, আইডিইবির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, দিনাজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন।
বিডি প্রতিদিন/নাজমুল