টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়াতে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কালিহাতি উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে মোটরসাইকেলে যোগে ৩ জন উপজেলার হাতিয়া রেল ক্রসিং পারাপার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপেস ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ ঘটনায় আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল রেল স্টেশনের পুলিশের উপ-পরিদর্শক আকবর হোসেন বলেন, হতাহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি। একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে। তাই এই হাতিয়াসহ যে সমস্ত জায়গায় রেল ক্রসিং নেই, সেই সমস্ত জায়গায় রেল ক্রসিং দেওয়ার দাবি জানাচ্ছি।
বিডি প্রতিদিন/এএ