নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লক্ষ্মীপুরের ৩টি আসনে পৃথক অভিযানে তিন প্রার্থীর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে বিকালে বিভিন্ন স্থাপনার দেয়ালে পোস্টার লাগানোর দায়ে লক্ষ্মীপুর-২ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগ নেতা নুরউদ্দিন চৌধুরী নয়নের প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলার সদর উপজেলার টুমচর, শাকচর ও চর রমনী মোহন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে রাতে একই প্রার্থীকে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে লক্ষ্মীপুর-১ আসনে মোটরসাইকেল সহকারে শোভাযাত্রা বের করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।
এদিন লক্ষ্মীপুর-৩ আসনে বিভিন্ন স্থাপনার দেয়ালে, গাছের গুড়িতে, যাত্রী ছাউনিতে, বিদ্যুৎ এর খুটিতে আঠা দিয়ে পোস্টার লাগিয়ে প্রচারণার দায়ে ট্রাক প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সদর উপজেলার ভবানীগঞ্জ ও দত্তপাড়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। সকলকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল