ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, বিএনপির আন্দোলন সরকার বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। তারা জনগণের বিরুদ্ধে আন্দোলন করছে। সাধারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বিধায় তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি।
তিনি বলেন, এই ভোটে কারচুপি হওয়ার সুযোগ নাই। এবারের নির্বাচনের গুরুত্ব অন্যান্য বারের চেয়ে অনেক বেশি। এই নির্বাচন নিয়ে সারা বিশ্বে ষড়যন্ত্র শুরু হয়েছে।
সারা বিশ্বের চোখ এখন বাংলাদেশে- উল্লেখ করে আওামী লীগের এ প্রবীণ নেতা বলেন, শেখ হাসিনা সব ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচন করছেন। স্থানীয় নেতাকর্মীদের তিনি কোনো প্রকার কারচুপির চিন্তা না করে ভোটারদের নির্বাচনমুখি করতে আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার ৮নং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়নের ভোট কেন্দ্র কমিটির সাথে মতবিনিময় সভায় নৌকার প্রার্থী আমির হোসেন আমু এ কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, হাবিবুর রহমান হাবিল, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। দুপুরে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের এক নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল