বরিশালের গৌরনদী উপজেলায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। ওই উপজেলার গৌরনদী-নলচিড়া সড়কের বোরাদী গরঙ্গল এলাকায় শনিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ওই উপজেলার চর সরিকল গ্রামের রতন আলী সিকদারের ছেলে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা. টিপু সুলতান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত শফিকুলকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত ঘোষনা করা হয়।
গৌরনদী থানার ওসি মো. আনোয়ার হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম