৮ জানুয়ারি, ২০২৪ ১৬:৫২

ইনু হারলেও জোটে প্রভাব পড়বে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

ইনু হারলেও জোটে প্রভাব পড়বে না: হানিফ

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আর বিএনপির শত বাধা সত্ত্বেও বিপুল মানুষ ভোট কেন্দ্রে গিয়েছেন, এর মাধ্যমেই জনগণ প্রমাণ দিয়েছেন তারা উন্নয়ন ও শান্তির পক্ষে। তৃতীয়বারের মত নির্বাচনে জিতে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। 

কুষ্টিয়া-২ এ ১৪ দলীয় জোটের প্রার্থী হাসানুল হক ইনু হারার কারণে জোটে কোন প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, জনতার রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের রায় মেনে নেওয়া উচিত। এখানে ভোটাররা সিদ্ধান্ত দিয়েছে, অসন্তুষ্ট হওয়াটা যৌক্তিক হবে না। আর এতে জোটে কোন প্রভাব পড়বে না। জোট আছে, থাকবে। এই ঐক্য অটুট থাকবে। 

সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাতে প্রেস বিফ্রিংকালে হানিফ এসব কথা বলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর