গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর একটার দিকে টঙ্গীর গাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃহ ওই গৃহবধূর নাম আখি আক্তার রুমি (২০)। সে যশোর জেলার মনিরামপুর থানার তেতুলিয়া গ্রামের আখতারুজ্জামানের মেয়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। রুমি টঙ্গীর গাজী বাড়ি এলাকার জনৈক ইব্রাহিম মিয়ার পাঁচতলা বাড়ির নিচতলার একটি ভাড়া কক্ষে স্বামী সুমনকে নিয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, গত কয়েক মাস আগে বিয়ে হয় সুমন ও রুমির। স্বামী সুমন টঙ্গী এলাকার একটি কারখানায় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন।
শনিবার সকালে পারিবারিক কলহের জেরে স্বামী সুমনের সাথে কথা কাটাকাটি হয় রুমির। একপর্যায় সুমন তার কারখানায় কাজে চলে যান। পরে দুপুরে স্বামীর মোবাইলে (ইমো) ক্ষুদে বার্তা পাঠায় রুমি। কিছুক্ষণ পর স্বামী সুমন মুঠোফোনে ক্ষুদে বার্তার বিষয়টি পার্শ্ববর্তি এক ভাড়াটিয়াকে জানিয়ে রুমির খোঁজ নিতে বলেন। পরে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা ওই কক্ষে গিয়ে ঘরের বন্ধ দরজা ভেঙ্গে কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া রুমির নিথর দেহ দেখতে পায়।
এ সময় তাকে উদ্ধার করে টঙ্গীরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমিকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম