সরকারের পাশাপাশি শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। যে কোনো দুর্যোগে অসহায় ও দরিদ্রদের পাশে আওয়ামী লীগ সরকার এগিয়ে আসে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে অসহায় ও দরিদ্ররা মানুষেরা শেখ হাসিনার সহেযাগিতা পায়। দিনাজপুরে প্রচন্ড শীত নিবারনের জন্য বঙ্গবন্ধু কন্যা তাৎক্ষণিক শীতবস্ত্রের ব্যবস্থা করেছেন।
শনিবার দিনাজপুর একাডেমি স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্টসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এরপর হুইপ ইকবালুর রহিম শহরের বড়বন্দর হরিসভা প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল