গাইবান্ধার পলাশবাড়িতে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার মাঠেরহাট এলাকায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ফজরের নামাজের নামাজের সময় থেকে এই ইজতেমা শুরু হয়।
আয়োজকরা জানান, জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এই ইজতেমার আয়োজন করা হয়। ইজতেমা মাঠে প্রায় লাখো মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।
গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, ইজতেমা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল