গোপালগঞ্জে বাসচাপায় শিশু নিহতের জেরে উত্তেজিত জনতা রাজিব পরিবহনের একটি বাসে ব্যাপক ভাংচুর চালায় এবং দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
শনিবার (২০ জানুয়ারী) বিকেলে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের খানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
খানারপাড় গ্রামের তরিকুল ইসলামের ৫ বছর বয়সের ছেলে আলামিন চৌধুরীকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। রাজিব পরিবহনের ওই বাসটি গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাচ্ছিল। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই বাসটিকে দত্তডাঙ্গা নামক স্থানে আটকিয়ে ভাংচুর চালায়। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় দুই ঘণ্টা সময় ধরে সড়কে যানবাহন চলাচলা বন্ধ করে দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করে।
বিডি প্রতিদিন/হিমেল