মাদারীপুর জেলার শিবচরে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত মো. শাকিল মাতুব্বর (১৮) নামের এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজে মারা গেছে। এর আগে গত রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কাদিরপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি।
পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (২০ জানুয়ারি) বিকেলে তার মৃত্যু হয়। নিহত শাকিল কাদিরপুর ইউনিয়নের ওকেলউদ্দিন মুন্সীকান্দি গ্রামের বাচ্চু মুন্সীর ছেলে।
জানা গেছে, গত রবিবার বিকেলে কাদিরপুরে বাজার থেকে টমেটো কেনার সময় স্থানীয় ফারুক মুন্সীর সাথে প্রতিপক্ষ বাসার মৃধার কথা কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ধারালো ছুরি দিয়ে শাকিলসহ কয়েকজনকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় শাকিলকে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে শাকিলের মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার বলেন, এ ঘটনায় শিবচর থানায় উভয় পক্ষের দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিত মোকাবিলায় ওই এলাকা পুলিশি নজরদারিতে রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল