বাগেরহাটের মোল্লারহাট উপজেলার গাড়ফা এলাকায় ফেনী থেকে খুলনাগামী একটি দূরপাল্লার পরিবহনের যাত্রীর লাগেজ তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় খুলনাগামী একটি দূরপাল্লার পরিবহনের দুই যাত্রী গাড়ফা নামলে পুলিশ তাদের দুটি লাগেজ তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে।
আটক করা হয় নোমান সরকার (২৩) ও রাকিব ভুইয়া (২০) নামের দুই মাদক কারবারিকে। মাদক কারবারি নোমান বাগেরহাটের রামপাল উপজেলার সিঙ্গারবুনিয়া গ্রামের হামিম সরকারের ছেলে ও রাকিব লক্ষীপুর জেলার রায়পুরের দালাল বাজার এলাকার ফরিদ ভুইয়ার ছেলে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত বরে জানান, জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মোল্লারহাট উপজেলার গাড়ফা এলাকায় চেকপোষ্ট বসায়। শনিবার সন্ধ্যায় ফেনী থেকে খুলনাগামী একটি দূরপাল্লার পরিবহনের দুই যাত্রী বাগেরহাটের মোল্লারহাট উপজেলার গাড়ফা নামেন। পুলিশ তখন তাদের কাছে থাকা দুটি লাগেজ তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করে।
এসময়ে নোমান সরকার ও রাকিব ভুইয়া নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এএম