ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি শামীম হকের ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু কয়েছে। মঙ্গলবার বিকেলে আলিয়াবাদ ইউনিয়নের ফ্লাড সেন্টারে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির প্রমুখ। এ সময় ১ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পরে গেরদা ইউনিয়নের বাখুন্ডা কলেজ মাঠে ১ হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। আওয়ামী লীগের সভাপতি শামীম হকের ব্যক্তিগত তহবিল থেকে জেলার সদর উপজেলার ১২টি ইউনিয়নে ১২ হাজার শীতার্তদের মাঝে ও পৌর এলাকার ২৭টি ওয়ার্ডে দরিদ্রদের মাঝে পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ