সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো শত বছরের গ্রামীণ ঐতিহ্য মাছের মেলা। উপজেলার দশঘর ইউনিয়নের পীরের বাজারে বসে এ মেলা। আজ মঙ্গলবার হাটবারে বাজারে দ্বিতীয় বারের মতো মেলার আয়োজন করে বাজার পরিচালনা কমিটি। মেলায় আসে নানা প্রজাতির মাছ। গ্রামীণ জীবনে টাটকা মাছের স্বাদ দিতেই মেলার এ আয়োজন। সকাল থেকেই মাছ মেলায় ঢল নামে হাজারো মানুষের। বিপন্ন প্রজাতির বাগাইড় ও মহাশোল, ইলিশ, বোয়াল, বড় আকৃত্রির আইড়, চিতল, শোল, গজার, রুই, মৃগেল, বাউশ, বড় বাইম, কাকিলা, কাতলা, কার্প, পাঙ্গাসসহ হরেক প্রজাতির আকর্ষণীয় মাছ নিয়ে আসেন বিক্রেতারা। এছাড়াও দেশীয় প্রজাতির শিং, মাগুর, কৈ, বাইম, কাংলা, টাকি, মেনিমাছ, টেংরা, পুঁটি, চাপিলা ও চান্দা মাছ উঠে ব্যাপক হারে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ছোট-বড় মাছের বিপুল সমাহার নিয়ে, শতাধিক বিক্রেতা অংশ নিয়েছেন মেলায়। হাওর-নদীর তরতাজা মাছে সয়লাভ চারদিক। প্রত্যেকটি দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড়। মানুষজন মাছের দাম হাকাচ্ছেন, কিনছেন। কেউ কেউ আবার ভিডিও ধারণ, ফটোসেশন আর সেলফি তুলে ঝড় তুলছেন স্যোসাল মিডিয়ায়। এবারের মেলায়ও তোলা হয় ৫৭ কেজির একটি বিপন্ন বাঘাইড় মাছ। মেলায় এটিই ছিল আকারে সবচেয়ে বড় মাছ। এর দাম হাঁকা হয় ২ লাখ টাকা। উৎসুক দর্শনার্থীরা ভিড় জমান মাছটি এক নজর দেখতে। এটি বিক্রি না হলেও ধুম পড়ে অন্যান্য মাছ কেনা-বেচায়।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা মাছ মেলা চালু করেছি। এটি নতুন প্রজন্মের জন্যে বিস্ময় তৈরি করেছে। এই মেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশও। গেল বছরের মতো এ বছরও প্রায় কোটি টাকার মাছ বিকিকিনি হবে বলে আমরা আশাবাদী।
বিডি প্রতিদিন/এএ