ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মঙ্গলবার বিকেলে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার মিয়া।
অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ফেনী শহরের ষ্টেশন রোডে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ফুডভ্যালি হোটেলকে তিন হাজার টাকা, পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা ও বেকারি পণ্য সংরক্ষণ করার দায়ে জামাল ব্রেড এর তিন হাজার টাকা ও মিলন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার মিয়া তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৬ হাজার টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম