খাগড়াছড়ির মহাছড়ির ২৪ মাইল এলাকায় দুরছড়ি নামক গ্রামে প্রতিপক্ষের হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ২ জন সদস্য নিহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রবি কুমার চাকমা (৬৫) ও শান্ত চাকমা ওরফে বিমল (৫২)। আর ১ জন সদস্য রহিন্তু চাকমা নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে ইউপিডিএফ।
ইউপিডিএফ এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিহত ও নিখোঁজের বিষয়টি জানানো হয়েছে। ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা জানান, প্রতিপক্ষ 'ইউপিডিএফ গণতান্ত্রিক' এই হত্যাকান্ড ঘটিয়েছে। তবে অভিযোগটি প্রত্যাখ্যান করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।
খবর পেয়ে সেনাবাহিনীর ও পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, ২ জন নিহতের কথা আমরা শুনেছি। মহলছড়ি থানা পুলিশ ঘটনা স্থলে গেছে। ওরা ফিরে আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল