মেহেরপুরে অবৈধভাবে চাল মজুদ, ক্রয়-বিক্রয়ে রশিদ সংরক্ষণ না করার অপরাধে দুটি চাল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে এ অভিযান পরিচালানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক সজল আহমেদ।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ জানান, আমঝুপি বাজারের আমজাদ খাদ্য ভান্ডারে অবৈধভাবে চাল মজুদ, চাউলের ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়সহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৩০ হাজার টাকা এবং মেসার্স আব্বাস খাদ্য ভান্ডারে লাইসেন্স বহির্ভ‚তভাবে অবৈধ চাউল মজুদ ও মুল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, চাউলের ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৩৮ ও ৪৫ ধারায় ২০হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, খাদ্য বিপণন কর্মকর্তা রিয়জ মাহমুদ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম